বাগমারায় বিএসটিআইয়ের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা আদায়


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 05-03-2024

বাগমারায় বিএসটিআইয়ের অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা আদায়

উপজেলা প্রশাসন বাগমারা, রাজশাহী ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে বাগমারা উপজেলার বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 

মঙ্গলবার (৫ মার্চ) সকালে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে শিমুল এন্ড সিহাব ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, হাটগাঙ্গোপাড়া বাজার, বাগমারা, রাজশাহী প্রতিষ্ঠানটির উৎপাদিত বিস্কুট ও ব্রেড পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহন ব্যতিরেকে মান চিহ্ন ব্যবহার করে উল্লেখিত পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরন করায় বিএসটিআই আইন-২০১৮ এর ১৫(১)/২৭ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

একই অভিযানে বাগমারার মচমইল বাজারে তমা বেকারি প্রতিষ্ঠানটিকে তাদের কেক পণ্যের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স আগামী ১৫ (দিনের) মধ্যে প্রক্রিয়াকরণের নির্দেশনাও দিয়েছেন বিজ্ঞ আদালত। 

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমন চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি), বাগমারা, রাজশাহীর নেতৃত্বে  উল্লেখিত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেছেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম)। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]