রাজশাহীর উপজেলা প্রশাসন পবা ও বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর যৌথ উদ্যোগে উপজেলার বায়া বাজার এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
অভিযান পরিচালনাকালে প্রজাপতি হোটেল এন্ড রেস্টুরেন্ট, পবার বায়া মোড় এবং বায়া বাজারে অবস্থিত তালুকদার হোটেল এন্ড রেস্টুরেন্ট নামের প্রতিষ্ঠান দু'টি তাদের বাজারজাতকৃত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের অনুকূলে লাইসেন্স গ্রহণ না করে নিট পরিমান, মূল্য এবং উৎপাদন-মেয়াদ উল্লেখ ছাড়া বিক্রয় ও বিতরন করায় ওজন পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী প্রতিটি প্রতিষ্ঠানকে ২হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই অভিযানে বায়া বাজারস্ত বিভিন্ন দোকানের ওজন যন্ত্র যাচাই করে সঠিক পাওয়া গিয়েছে।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি), পবা, রাজশাহী নেতৃত্বে উল্লেখিত অভিযান পরিচালনা করা হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) ও মোঃ আবুল কায়েম, পরিদর্শক (মেট) উপস্থিত ছিলেন।