তানোরে এলজিইডির তত্ত্বাবধানে সড়ক-সেতুর উন্নয়নে জনমনে স্বত্তি


আলিফ হোসেন, তানোর: , আপডেট করা হয়েছে : 02-03-2024

তানোরে এলজিইডির তত্ত্বাবধানে সড়ক-সেতুর উন্নয়নে জনমনে স্বত্তি

রাজশাহী-১(তানোর-গোদাগাড়ী)সংসদীয় আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ ও  বর্ষিয়ান রাজনৈতিক নেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধূরীর প্রচেষ্টায় উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিভিন্ন এলাকায় সড়ক-সেতুর উন্নয়নে আর্থসামাজিক ও জীবনযাত্রার মান বেড়েছে। সংশ্লিষ্ট এলাকার মানুষ আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল পাচ্ছেন। উপজেলা প্রকৌশলী সাইদুর রহমানের কঠোর দেখভালের কারণে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান এসব উন্নয়ন কাজে কোনো আনিয়ম-দূর্নীতির সুযোগ পাইনি।

উপজেলা  প্রকৌশলীর প্রচেষ্টায় প্রায় স্বচ্ছতার সঙ্গে এসব উন্নয়ন কাজের বাস্তবায়ন সম্পন্ন করা হয়েছে। এবং এখানো অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে। উপজেলা সদর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামাঞ্চলের মেঠোপথ পাকাকরণ, সংস্কার, সেতু-কালভ্রাট নির্মাণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আধূনিক ও দৃষ্টিনন্দন একাডেমিক ভবন নির্মাণ এবং সংস্কার,হাট-বাজার ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজের মধ্যে উল্লেখযোগ্য কাজগুলো হচ্ছে, মুন্ডুমালা-সাতপুকুরিয়া প্রায় সাড়ে ৪ কিলোমিটার, মালশিরা মাদরাসা মোড়-কামারগাঁ প্রায় ৫ কিলোমিটার, চন্দনকৌঠা-হাতিনান্দা প্রায় ৪ কিলোমিটার, হরিপুর প্রায় ৫০০মিটার,, হরিশপুর প্রায় ৩ কিলোমিটার, কোয়েল-বানিয়াল প্রায় দেড় কিলোমিটার, গোয়ালপাড়া প্রায় এক কিলোমিটার রাস্তা ইউড্রেন ও কালভ্রাটসহ পাকাকরণ করা হয়েছে। এছাড়াও তানোর-চৌবাড়িয়া সড়কের চাপড়া ও হাতিশাইল দুটি সেতুর নির্মান করা হচ্ছে। এবিষয়ে উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন এলাকার উন্নয়নমূলক কাজগুলো জলবায়ৃ পরিবর্তনের সঙ্গে সমন্বয় রেখে বাস্তবায়ন করা হয়েছে। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]