রাজশাহীতে জাতীয় বিমা দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক , আপডেট করা হয়েছে : 01-03-2024

রাজশাহীতে জাতীয় বিমা দিবস পালিত

রাজশাহীতে বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেশি সংখ্যক মানুষকে বিমায় সম্পৃক্ত করার লক্ষ্যে জাতীয় বিমা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (১ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী।

এর আগে, জেলা প্রশাসনের আয়োজনে ‘করবো বিমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসন কার্যালয় থেকে বের করা হয়।

এসময় বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমার, বাংলাদেশ বেতার রাজশাহীর উপ-আঞ্চলিক পরিচালক মুহাম্মদ মুনিরুল হাসান, মেট লাইফের প্রধান বিক্রয় কর্মকর্তা মোঃ লুৎফর রহমান।

জীবন ও সম্পদের সুরক্ষায় বিমার গুরুত্ব উল্লেখ্যপূর্বক প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী বলেন, বিমা গ্রাহকদের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করে। তাই বিমা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। বিমা কোম্পানিগুলোকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। এক্ষেত্রে গ্রাহকের বিমার অর্থগুলো গ্রাহকের হাতে সঠিক সময়ে বুঝিয়ে দেওয়ার জন্য আহবান জানান তিনি’।

তিনি আরো বলেন, বিমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বেশি সংখ্যক মানুষকে বিমায় সম্পৃক্ত করার লক্ষ্যে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে আলফা লাইফ ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন। ওই দিনকে স্মরণীয় রাখতে ১ মার্চকে ঘিরে জাতীয় বিমা দিবস পালনের জন্য বেছে নেয়া হয়েছে’।

এসময় বক্তব্য রাখেন- মেট লাইফ রাজশাহী শাখার ম্যানেজার মোঃ চঞ্চল মাহমুদ, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লি. রাজশাহীর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, সাধারণ বিমা করপোরেশন রাজশাহী শাখা ম্যানেজার জি.এইচ মোহাম্মদ আলী, জীবন বিমা করপোরেশন রাজশাহী শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইয়াফিস আলী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]