নতুন স্পনসর নিয়ে টাইগারদের নতুন জার্সি উন্মোচন


ক্রীড়া ডেস্ক , আপডেট করা হয়েছে : 01-03-2024

নতুন স্পনসর নিয়ে টাইগারদের নতুন জার্সি উন্মোচন

গেল বছর ভারতে অনুষ্ঠিত হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি শেষ হয় দারাজের। এরপর মাস তিনেক স্পনসর ছাড়াই জার্সিতে দেখা গিয়েছিল টাইগারদের। তবে গেল ১৬ ফেব্রুয়ারি ২০২৭ সাল অবদি নতুন স্পনসর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে রবি। এবার নতুন স্পনসরের লোগো সংবলিত জাতীয় দলের জার্সি প্রকাশ্যে আসলো।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আইসিসিবি-তে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের আগে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করা হয়। যেখানে উপস্থিত ছিল টাইগারদের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, নারী দলের গতি মানবী মারুফা আক্তার, সাবেক টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন আরও অনেকে। এসময় আকর্ষণীয় ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের দলনেতারা নতুন জার্সি প্রদর্শন করেন।

তবে টাইগারদের স্পনসর হিসেবে রবি এবারই প্রথম নয়। এর আগে ২০১৫-২০১৮ সাল অবদি স্পনসর হিসেবে ছিল তারা। এবার আবার নতুন করে ২০২৭ সালের জুন অবদি সাড়ে তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]