তানোরে গভীর নলকুপ জবরদখল করে কৃষক শোষণ


আলিফ হোসেন, তানোর প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 01-03-2024

তানোরে গভীর নলকুপ জবরদখল করে কৃষক শোষণ

রাজশাহীর তানোরের কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মাদারীপুর মাঠে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি গভীর নলকুপ জবরদখলের অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র আপেল এমপির নাম ভাঙিয়ে গভীর নলকুপটি জবরদখল করে কৃষকেদর শোষণ করছে। এছাড়াও  এখন সে ড্রেন, লাইনম্যান, পাহারাদার ইত্যাদি অজুহাতে কৃষেকর কাছে থেকে জোরপুর্বক টাকা আদায় করছেন।অপারেটরের শোষণ-নিপীড়ন ও বঞ্চনার শিকার কৃষকেরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। এমনকি কৃষকের জমি মৌসুমি আলু চাষিদের কাছে ইজারা দিয়ে টাকা আত্নসাতের অভিযোগ অনেক পুরুনো। আপেলের নানামুখী দুর্নীতির কারণে আওয়ামী লীগ ও সাংসদের বিরুদ্ধে সাধারণের মাঝে নেতিবাচক মনোভাবের সৃষ্টি হচ্ছে। এতে আওয়ামী লীগের ভোট ব্যাংক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা দেখা দিয়েছে। কথিত অপারেটরদের কৃষক শোষণের কারনে তাদের রাহুগ্রাস থেকে পরিত্রাণ পাবার আশায়। এলাকার কৃষক সমাজ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিতে শুরু করেছে। এতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কামারগাঁ ইউপিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর নিশ্চিত ভরাডুবি হবে বলে একাধিক সুত্র নিশ্চিত করেছে।

স্থানীয়রা জানান, কেফাজ ও আপেল তারা বাপবেটা এলাকায় ব্যাপক বিতর্কিত। জাতীয় সংসদ নির্বাচনেও তারা নৌকার বিপক্ষে কাঁচি প্রতিকের ভোট করেছেন।

জানা গেছে, উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ১৯২, মাদারীপুর মৌজায়, ২১১ নম্বর দাগে অবস্থিত গভীর নলকুপের অপারেটর মাদারীপুর গ্রামের মুকুলের স্ত্রী পারভিন। কিন্তু মাদারীপুর গ্রামের কেফাজ মন্ডলের পুত্র  আপেল এমপির নাম ভাঙিয়ে জোরপুর্বক গভীর নলকুপ দখলে নিয়েছে। সেচ নিয়ে তিনি রীতিমতো জল জমিদারী শুরু করেছেন। এতে এলাকার সাধারণ কৃষক ফুঁসে উঠেছে। এসব কারণে সাধারণ মানুষের মাঝে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র চাপা পড়ে যাচ্ছে। স্থানীয় সাংসদ ও দলের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে।

কৃষক ভবেন মাস্টার, জাকির ও বকুল বলেন, আপেল তাদের জমিতে সেচ দিচ্ছে না। মৌসুমী আলু চাষিদের কাছে জমি ভাড়া দেবার জন্য চাপ দিচ্ছেন। তারা আপেলের রাহুগ্রাস থেকে মুক্তি চাই।

স্থানীয় ইউপি সদস্য বলেন, কামারগাঁ ইউপিতে ডিপ অপারেটরদের দৌরাত্ম্যে কৃষকদের শোষণ-নিপীড়ন বঞ্চনা দেখে মনে হয় না, এসব দেখার কেউ আছে। তিনি বলেন, ডিপের অপারেটর পারভীন অথচ এমপির নাম ভাঙিয়ে ডিপ জবরদখল করেছে আপেল। এমনকি আগামি মৌসুমে আলু চাষের জন্য এখানোই তিনি কৃষকের জমি টেন্ডার দিয়ে টাকা হাতিযে নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আপেল এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ডিপের বৈধ অপারেটর পারভীন বেগম তার আত্মীয়, তিনি বলেন, জবরদখল নয় সমিতির মাধ্যমে তিনি ডিপ চালাচ্ছেন। এ বিষয়ে মুকুল বলেন, তার স্ত্রীর নামে অপারেটর রয়েছে। অথচ আপেল জোরপুর্বক গভীর নলকুপ দখলে নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে তানোর বিএমডিএ'র  সহকারী প্রকৌশলী কামরুজ্জামান বলেন ,আপেল নামে তাদের কোনো অপারেটর নাই। তিনি বলেন, ওই গভীর নলকুপের বিষয়ে অবিযোগ এসেছে, দ্রুত সময়ের মধ্যে কৃষকদের নিয়ে সভা করে সমিতি গঠন করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]