তায়কোয়ানদো জাতীয় প্রতিযোগিতা – ২০২৪ রাজশাহীর ২৬টি পদক


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 29-02-2024

তায়কোয়ানদো জাতীয় প্রতিযোগিতা – ২০২৪ রাজশাহীর ২৬টি পদক

বামাআকফে কর্তৃক আয়োজিত আত্বরক্ষা তায়কোয়ানদো জাতীয় প্রতিযোগিতা – ২০২৪ রাজশাহীর ২৬টি পদক অর্জন করেছে।

চলতি মাসের ১৯ ও ২০ ফেব্রুয়ারী দুই দিন ব্যাপী আয়োজিত বামাআকফে কর্তৃক আত্বরক্ষা তায়কোয়ানদো জাতীয় প্রতিযোগিতা–২০২৪। ওই তায়কোয়ানদো প্রতিযোগীতায় ২টি (পুমসে ও কিওরোগী) ইভেন্টে অংশগ্রহন করেন সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা ও বিভাগের প্রায় ২৩৫ জন তায়কোয়ানদো প্রতিযোগী।

প্রতিযোগীতা শেষে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বাধীন মেয়র -এ এইচ এম খায়রুজ্জামান লিটন (বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ) এর সাথে সাক্ষাৎ হয় রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন টিমের সাথে। সাক্ষাৎ শেষে তিনি বলেন, আজ দেশীয় তায়কোয়ানদো প্রতিযোগীতায় আমাদের পদক এসেছে, দোয়াকরি আমাদের রাজশাহী তায়কোয়ানদো একদিন বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা উত্তলন করবে। 

রাজশাহীর বিভিন্ন জেলা তায়কোয়ানদো একাডেমিগুলো রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে অংশগ্রহন করেন মোট ২২ জন তায়কোয়ানদো প্রতিযোগী। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর কোচ এর দায়িত্ব পালন করেন-মুমিত হাসান এবং লিয়াকত হোসেন তরফদার। এছাড়াও টিম ম্যানেজার এর দায়িত্ব পালন করেন – আবিদ হাসান।

মহিলা (জুনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – রুশদানিয়া মানহা(স্বর্ণ পদক), মারিন আশরাফী-(স্বর্ণ পদক), রিফা নাওয়ার- (স্বর্ণ পদক),সারিকাতুল জান্নাত সুফি-(স্বর্ণ পদক),অবন্তিকা সরকার- (রৌপ্য পদক), শাহরিয়া সালমা সাবা- (রৌপ্য পদক), তানহা কাওসার-(রৌপ্য পদক), রুফাইদা আনসারিয়া -(রৌপ্য পদক),মাইশা জামান-(তাম্র পদক), আনিশা মেহজাবিন সোহা-(তাম্র পদক), ফারহিন শাহনেওয়াজ-(তাম্র পদক), অন্তরা ফাইরুজ-(তাম্র পদক), পুরুষ (জুনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – আফিফ আজয়ান- (স্বর্ণ পদক), ফারহান মাহমুদ- (স্বর্ণ পদক),ইবতিয়াজ জামান-(রৌপ্য পদক), সাদমান হক-(তাম্র পদক), তানভির আনাম-(তাম্র পদক), নাফিউর রহমান-(তাম্র পদক),ইয়াশ আব্দুল্লাহ-(তাম্র পদক),মহিলা (সিনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – নওশিন নাওয়ার-(তাম্র পদক),পুরুষ (সিনিয়র) পুমসেতে পদক পেয়েছেন – সিদরাতুল মুনতাহা-(রৌপ্য পদক), আলআমিন -(তাম্র পদক) মহিলা (জুনিয়র) কিওরোগীতে (ফাইট) পদক পেয়েছেন- ২৫ কেজি ওজন বিভাগে সারিকাতুল জান্নাত সুফি-(স্বর্ণ পদক),৪২ কেজি ওজন বিভাগে মারিন আশরাফী-(স্বর্ণ পদক), ৫৫ কেজি ওজন বিভাগে রুফাইদা আনসারিয়া -(স্বর্ণ পদক) ,পুরুষ (সিনিয়র) কিওরোগীতে (ফাইট) পদক পেয়েছেন- ৬০ কেজি ওজন বিভাগে সিদরাতুল মুনতাহা-(স্বর্ণ পদক) স্বর্ণ পদক সংখ্যা- ৯টি, রৌপ্য পদক সংখ্যা- ৭টি ও তাম্র পদক সংখ্যা- ১০ টি – মোট ২৬টি পদক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]