রাজশাহী জেলা পরিষদের জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 27-02-2024

রাজশাহী জেলা পরিষদের জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন আয়োজনে  মধ্য দিয়ে স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা, র‌্যালী, হুইল চেয়ার, অনুদানের চেক  প্রদান  অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়াুরি) দুপুরে নিজ সভাকক্ষে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

প্রধান অতিথির বক্তব্যে মীর ইকবাল বলেন, দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলাবন্ধন আরো দৃঢ় হবে। সেবা প্রাপ্তি হবে সহজ ও ঝামেলামুক্ত। স্থানীয় সরকার অধিকতর দক্ষতার সাথে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন প্রভৃতি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত ও স্মার্ট বাংলাদেশ নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। 

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনে করেন স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এদেশের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। প্রধান অতিথি‘র বক্তব্য শেষে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়।

এর আগে সকাল সাড়ে ১০ টায় রাজশাহী জেলা প্রশাসকের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভায়  অংশ নেন রাজশাহী জেলা পরিষদের স্টাফগণ। 

এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান সহকারী ও ভারপ্রাপ্ত হিসাবরক্ষক এস এম আল মতিন, সার্ভেয়ার আলিফ আলী, চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সচিব ফজলে এলাহী হোসেন ও সুলতানুর আরেফিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]