সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন


হাফিজুল হক, সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 26-03-2022

সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায়  বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে নওগাঁর সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার সূর্যোদয়ের সাথে সাথে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার লক্ষ্যে সদরের জিরোপয়েন্টস্থ শহীদ মিনারে মাননীয় খাদ্যমন্ত্রীর পক্ষে, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,বিভিন্ন উন্নয়ন মূলক সংগঠন ও রাজনৈতিক দলের পুস্পস্থবক অর্পনের মধ্য দিয়ে কমসূচী গ্রহন করা হয়েছে।

সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজাহান হোসেন মন্ডল , উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.মুহা, রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, বীরমুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী মোল্লা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থী বৃন্দ,সাংবাদিক বিন্দু,রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার প্রায় লক্ষাধিক জনসাধারন উপস্থিত ছিলেন,শেষে উপজেলা হলরুমে সাপাহার উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের মাঝে সংবর্দ্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর সময় / এম জি


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]