রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ী বাঁধের উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে মাদক কারবারীরা ।
পলাতক মাদক কারবারীরা হলো, মোঃ জামাল আলী (৪০), সে মহানগরীর কাটাখালী থানার খিদিরপুর পশ্চিম খানপুরের শাহজাহান আলীর ছেলে ও মোঃ সাজেদুল ইসলাম সাজজুল (৪৭), সে দামুকড়া থানার হরিপুর গ্রামের ইয়ার মোহাম্মদের ছেলে।
শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, শনিবার ভোর সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, রাজপাড়া থানার শ্রীরামপুর বেড়ী বাঁধের উপর জনৈক মাদক কারবারীরা বিপুল পরিমান ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫৭৮ বোতল ফেনসিডিল উদ্ধার করে ডিবি পুলিশের এসআই মোঃ মসলেম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী জামাল ও সাজেদুলসহ অজ্ঞাতনামা ২-৩ জন মাদক কারবারী ফেনসিডিলের বস্তা ফেলে পালিয়ে যায়।পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আসামি জামাল ও সাজেদুলের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।