বিয়ে হয়েছিল অনেক দিন। কিন্তু সন্তানধারণে সমস্যা হচ্ছিল এক দম্পতির। চিকিত্সকরা আইভিএফ পদ্ধতি অনুসরণের কথা জানিয়েছিলেন। কিন্তু সেই পদ্ধতির খরচ বহন করার সার্মথ্য ছিল না ওই দম্পতির। তাই ব্যক্তি নিজের বীর্যের সঙ্গে তাঁর বাবার বীর্য মিশিয়েছিলেন। তার পর তা ভরেছিলেন স্ত্রীর গর্ভে।
এর পর সন্তানসম্ভবা হয়েছিলেন ওই ব্যক্তির স্ত্রী। এবং সন্তানের জন্মও দেন তিনি। এই ঘটনা ঘটেছিল ইংল্যান্ডে। সে দেশের সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে চলছে পরীক্ষা। বাবা ও ছেলের মধ্যে কার বীর্যে ওই সন্তানের জন্ম হয়েছে, তা জানার পরীক্ষা করা হচ্ছে, আদালতের নির্দেশে।
যদিও ওই ব্যক্তির নাম প্রকাশ্যে আনা হয়নি। কিন্তু স্থানীয় কাউন্সিল বিষয়টি জানতে পেরে, সন্তানের বায়োলজিক্যাল বাবা কে হয়েছেন তা জানার পরীক্ষা করা হচ্ছে। এ জন্য ইতিমধ্যেই আদালতে ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে।
এ বিষয়ে বিচারক বলেছেন, "সন্তানের বায়োলজিক্যাল বাবা কে, তা জানার চেষ্টা করা হবে। কিন্তু তাতে বাস্তবের সহাবস্থানে কোনও প্রভাব পড়বে না। কিন্তু নিজেদের সন্তানকে সঠিক বায়োলজিক্যাল বাবার সন্ধান দিতে কাজে আসবে এই পরীক্ষা।"