আইজিপি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ এর ডি-গ্রুপের নিজেদের দ্বিতীয় খেলায় শক্তিশালী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ক্রিকেট টিমকে ৫৮ রানে হারিয়ে জয়ে ধারা অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ক্রিকেট টিম।
এ জয়ে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমকে অভিনন্দন জানান।
বুধবার (১৪ ফেব্রুয়ারি)সকাল ৯ টায় মিরপুর পুলিশ স্টাফ কলেজ মাঠে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ক্রিকেট টিম ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ক্রিকেট টিমে মধ্যে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আরএমপি ক্রিকেট টিম টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। আরএমপি ক্রিকেট টিম কনস্টেবল নাহিদ ৩৩ বলে ৪১ রান, এসআই আসাদ ৪০ বলে ৪৭ রান ও কনস্টেবল রাজনের অপরাজিত ১৬ বলে ৪১ রানের ঝড় ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করে। জবাবে সিএমপি ক্রিকেট টিম খেলতে নেমে প্রথম থেকে আরএমপি’র বোলারদের তোপের মুখে পড়ে। স্কোরবোর্ডে ৫০ রান জমা করতেই হারিয়ে ফেলে ৪ উইকেট। পরবর্তীতে সিএমপির সার্জেন্ট কাইয়ুম ৩৪ বলে ৪৬ রান করে কিছুটা প্রতিরোধ গড়া চেষ্টা করলেও আরএমপি’র বোলারদের দৃঢ়তায় দলকে জেতাতে পারেননি। তারা ১৬ ওভার ৩ বল মোকাবেলা করে সব কয়টি উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করেন। এতে ৫৮ রানে জয়লাভ করে আরএমপি।
আরএমপি ক্রিকেট টিমের নাহিদ ৩৩ বল মোকাবেলা করে ৪১ রান এবং ৪ উইকেট পেয়ে ম্যাচ সেরা হন।
এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ক্রিকেট টিম নিজেদের প্রথম খেলায় বরিশাল মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিমকে ৬ উইকেটে পরাজিত করে।
আগামী (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড় টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ক্রিকেট টিম নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল রেঞ্জ ক্রিকেট টিমের সঙ্গে।