রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মাদক মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী’র বিজ্ঞ মহানগর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত এ রায় দেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ মিঠু ওরফে রানা (২৫)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার হরিশংকরপুর গ্রামের মোঃ মিলন হোসেনের ছেলে।
মঙ্গলবার রাত ১০: ২২টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, গত (২৫ জানুয়ারি ২০২২) রাতে কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া মোড় থেকে আসামি মিঠুকে গ্রেফতার করে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ শাহীনুর ইসলাম । এসময় আসামির ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ব্যপারে মিঠুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করা হয়।
মামলাটি তদন্ত শেষে কাশিয়াডাঙ্গা থানার এসআই মোঃ ইমরান হোসেন গত বছরে (২০২২ সালের ৩১ এপ্রিল) আসামি মিঠুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষনা করেন বিজ্ঞ আদালত। বর্তমানে আসামি রাজশাহী কারাগারে রয়েছে।