পত্নীতলা থানার ৫ কর্মকর্তা উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন


পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 13-02-2024

পত্নীতলা থানার ৫ কর্মকর্তা উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন

পত্নীতলা থানার পাঁচ পুলিশ কর্মকর্তা উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন।

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদ্মা কনফারেন্স হলে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন ডিআইজি রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান।

সম্মাননা প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, পত্নীতলা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ) মুহাম্মদ আব্দুল মমীন, পত্নীতলা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় জানুয়ারি ২০২৪ মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক হিসেবে তাদের এ ক্রেস্ট প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল  ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), এডিশনাল ডিআইজি (অপারেশন) সহ রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এই র্অজন আমার একার নয়, পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্যের এবং পত্নীতলাবাসির। এই রকম ভাল কাজের মূল্যায়নে কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। আগামীতে পত্নীতলার সুধি সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় পত্নীতলাকে মডেল থানায় রুপ দিতে চাই।

উল্লেখ্য, উক্ত কর্মকর্তাগণ এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কার হিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]