রাজশাহীতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ও সার্ভিল্যান্স (পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম) অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকালে রাজশাহীর তানোর উপজেলার হবিভিন্ন প্রতিষ্ঠানে সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়।
সার্ভিল্যান্স কার্যক্রমের মাধ্যমে যে সকল প্রতিষ্ঠানগুলির সিএম লাইসেন্স গ্রহণ/নবায়নের আবেদন এবং পরীক্ষণের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
ফাইভ স্টার ব্রিকস, মুন্ডমালা, তানোর, রাজশাহীর ক্লে-ব্রিকস পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
একই থানার ঝিনাইখোর এলাকার কেআরবি ব্রিকস, ক্লে-ব্রিকস পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
লিমা ফুডস প্রোডাক্ট, মুন্ডুমালা বিস্কুট ও ব্রেড পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
বিসমিল্লাহ বিস্কুট এন্ড কনফেকশনারী, মুন্ডুমালা বাজারের ব্রেড পণ্যের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মুন্ডুমালা বাজার সততা বেকারীর বিস্কুট পণ্যের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
চিমনা এলাকার নুরজাহান বেকারী, বিস্কুট পণ্যের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তানোর বাজারে তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের ফা:মিল্ক পণ্যের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মুন্ডুমালা মোড়ের সুইট ক্যাফের কেক পণ্যের লাইসেন্স নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
তানোর থানার জামাল প্রিমিয়াম চা, মোহর, এর ব্ল্যাক-টি পণ্যের আবেদন নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানগুলিকে উৎপাদিত পণ্যের মান সর্বদা সংশ্লিষ্ট বাংলাদেশ মানের সমপর্যায়ে রেখে উৎপাদন, বিক্রয় ও বিতরণের পরামর্শ দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহীর কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।