রাজশাহীর নগরীর চন্দ্রিমা এলাকা থেকে ২জন মাদক কারবারী ও ৮ জন মাদকসেবী আসামী গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় মহানগরীর চন্দ্রিমা থানাধীন মুশরইল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ৪২ পিস ইয়াবা ও ১৩০ গ্রাম গাঁজা, ১৬টি কলকি, কাটার ৩টি, কাঠের টুকরা-৩টি, গ্যাসলাইট-২টি উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারীরা হলো: মহানগরীর চন্দ্রিমা থানার মোঃ রায়হান (২৯), সে চন্দ্রিমা থানার মুশরইল (বাচ্চুর মোড়) এলাকার মোঃ কোরমান শেখের ছেলে ও মোঃ আশিক ইকবাল (৪৭), রাজপাড়া থানার ডিঙ্গাডোবা থানার মোঃ আলাউদ্দিনের ছেলে।
গ্রেফতার মাদকসেবিরা হলো: মোঃ আঃ হান্নান (৫৬), মৃত মহসীন আলী, মোঃ ইকবাল হোসেন (২৪), পিতা-মৃত আফজাল শরীফ, মোঃ নাহিদ (২৭), পিতা-মোঃ জাবু, মোঃ নাহিদ (২১), মোঃ আঃ হান্নান, মোঃ মুশফিকুর রহমান (৪৪), মৃত কবির উদ্দিন, মেহেরচন্ডী কড়ইতলা, মোঃ সুমন আলী (৩২), সে ছোট বনগ্রাম মোঃ সুজন আলীর ছেলে, মোঃ রুবেল বিশ্বাস (৩০), সে ছোট বনগ্রাম পূর্বপাড়া, মৃত বাচ্চু বিশ্বাসের ছেলে ও আব্দুর রহমান (৫০), সে মুশরইল (বাচ্চুর মোড়) এলাকার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী ও মাদকসেবিরা বিভিন্ন এলাকা থেকে এসে চন্দ্রিমা থানাধীন মুশরইল এলাকায় একত্রিত হয়ে মাদক সেবন করে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচারণ করে অপরাধ করেছে।
এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারী ও মাদক সেবিদের বিরুদ্ধে মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা রুজু করা রয়েছে।
বৃহস্পতিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।