১০ ও ১১ ফেব্রুয়ারী রাজশাহীতে যাকাত ফেয়ার উপলক্ষ্যে সেমিনার


সংবাদ বিজ্ঞপ্তি : , আপডেট করা হয়েছে : 08-02-2024

১০ ও ১১ ফেব্রুয়ারী রাজশাহীতে যাকাত ফেয়ার উপলক্ষ্যে সেমিনার

সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর উদ্যোগে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভাগীয় শহরে যাকাত সর্ম্পকে সচেতনা সৃষ্টির লক্ষ্যে রাজশাহীতে প্রথম বারের মতো যাকাত ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে ‘আর্থ-সামাজিক উন্নয়নে প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনা’ শীর্ষক এক সেমিনার আগামী, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪, বেলা ১১ টায় রাজশাহী জেলা পরিষদের শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান (লিটন)। সভাপতিত্ব করবেন রহিমআফরোজ বাংলাদেশ লি. এর গ্রুপ ডাইরেক্টর ও সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর চেয়ারম্যান  জনাব নিয়াজ রহিম। কী-নোট স্পীকার হিসেবে উল্লেখিত বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট জনাব মাসুদুর রহমান রিংকু। এ ছাড়া অন্যান্য প্যানেল আলোচকবৃন্দ অংশগ্রহণ করবেন।  

বিকাল ৩ টা থেকে একই মিলনায়তনে যাকাত ও সাদাকাহ সর্ম্পকে নারীদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশ্নোত্তর সেশন অনুষ্ঠিত হবে। এ সেমিনারের আগে সকাল ৯ টা থেকে অনুষ্ঠিত হবে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) এর জিনিয়াস স্কলারশিপ প্রোগ্রাম রাজশাহী অঞ্চলের স্কলারদের নিয়ে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। পরের দিন ১১ ফেব্রুয়ারী ২০২৪ বেলা ১১ টায় রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ইমাম ও খতিবদের নিয়ে অনুষ্ঠিত হবে ‘প্রাতিষ্ঠানিক যাকাত ব্যবস্থাপনায় ইমাম ও খতিবদের ভূমিকা’ শীর্ষক সেমিনার এবং দুপুর ২.৩০টায় অনুষ্ঠিত হবে যাকাত হিসাব পদ্ধতি বিষয়ক কর্মশালা। 

যাকাত সর্ম্পকে সচেতনতা তৈরী করতে এর বিভিন্ন দিক নিয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) ২০১৩ সাল থেকে প্রধানত রাজধানীতে নিয়মিত যাকাত ফেয়ারের আয়োজন করে আসছিল। যাকাত ফেয়ার সকলের জন্য উম্মুক্ত।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]