হামাসের যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক , আপডেট করা হয়েছে : 08-02-2024

হামাসের যুদ্ধবিরতির শর্ত প্রত্যাখ্যান ইসরাইলের

হামাসের অনুরোধ সত্ত্বেও, ইসরাইল সরাসরি যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে। ইসরায়েল বলছে, "গাজায় বিজয় এখন তাদের হাতের মুঠোয়।" বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তি চুক্তির জন্য হামাসের শর্ত প্রত্যাখ্যান করেছেন।

নেতানিয়াহু শর্তগুলিকে "অলীক" বলে বর্ণনা করেছেন এবং বলেছেন যে হামাস গাজার নিয়ন্ত্রণ শেষ না করা পর্যন্ত যুদ্ধ চলবে। তিনি "সম্পূর্ণ বিজয়" অর্জিত না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার অঙ্গীকার করেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করার পরপরই নেতানিয়াহু এ মন্তব্য করেন। ব্লিঙ্কেন একটি যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার আশায় এই অঞ্চলে ভ্রমণ করছেন। নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেন, "হামাসের বিভ্রান্তিকর দাবীর কাছে আত্মসমর্পণ বন্দীদের মুক্ত করবে না, বরং আরেকটি গণহত্যাকে আমন্ত্রণ জানাবে।"

হামাসকে ধ্বংস করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলকে (হামাস) ধ্বংস করা ছাড়া কোনও উপায় নেই। "আজ না হলে আগামীকাল, যদি না পরশু হামাসের সমস্ত লোককে নির্মূল করা হবে," তিনি জোর দিয়ে লেন যে হামাসের বিরুদ্ধে সম্পূর্ণ বিজয়ই গাজা সংঘাতের একমাত্র সমাধান।

গত বছরের অক্টোবর থেকে গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি সংগঠন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এই সময়ে হাজার হাজার মানুষ মারা গেছে। ইতিমধ্যে হামাস তিন দফা যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে কাতার ও মিসরের মধ্যস্থতাকারীদের পাঠানো প্রস্তাবের জবাবে হামাস এই প্রস্তাব পাঠিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]