তানোরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁশ লুটের অভিযোগ


তানোর(রাজশাহী)প্রতিনিধি , আপডেট করা হয়েছে : 05-02-2024

তানোরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁশ লুটের অভিযোগ

রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের বিরুদ্ধে বাঁশ ঝাড়ের বাঁশ লুটের অভিযোগ উঠেছে। গত শনিবার তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাইনপাড়া মহল্লায় এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিবাদমান দু'পক্ষের মাঝে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় রোববার (৪ ফেব্রুয়ারী) ভুক্তভোগী বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এদিকে এঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে, এমাজ উদ্দিন মন্ডলের দাবি তার ভোগদখলীয় বাঁশ ঝাড় থেকে প্রতিপক্ষ জামাল দিগর জোরপূর্বক বাঁশ কেটে লুট করেছে। অন্যদিকে প্রতিপক্ষ জামাল দিগর বলেন, তারা ওয়ারিশ সুত্রে পাওয়া সম্পত্তির বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটেছেন।

অভিযোগে প্রকাশ, গাইনপাড়া মহল্লার ভুক্তভোগী আলহাজ্ব এমাজ উদ্দিন মন্ডলের সঙ্গে পারিবারিক সম্পত্তি নিয়ে একই এলাকার মুন্নাপাড়া মহল্লার রফিকুল ইসলাম, জামাল উদ্দিন ও কামাল উদ্দিনের দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। এদিকে এই বিরোধের জের ধরে প্রতিপক্ষ এমাজ উদ্দিন মন্ডলের বাঁশ ঝাড়ের বাঁশ লুট করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন জামাল, কামাল ও রফিকুলের নেতৃত্বে অজ্ঞাতনামা প্রায় ১২ থেকে ১৫ জন সংঘবদ্ধ ব্যক্তি দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে এমাজ উদ্দীনের  ভোগদখলীয় বাঁশ ঝাড় প্রায় ৪০টি বাঁশ কেটে লুট করে। এ সময় তারা এমাজ উদ্দিনের পরিবারকে উদ্দেশ্যে করে  অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এমনকি বাঁশ কাঁটতে কেউ বাধা দিতে আসলে তাদেরও কেটে ফেলা হবে বলে হুমকি-ধমকি দেন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, বাঁশ কাঁটার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]