রাজশাহী সিটি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ওরিয়েন্টশন সমাপনী অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 31-01-2024

রাজশাহী সিটি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ওরিয়েন্টশন সমাপনী অনুষ্ঠিত

রাজশাহী সিটি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নিরাপদ অভিগম্যতা (সেফার অ্যাকসেস) বিষয়ক ওরিয়েন্টশন সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি রেস্তোরাঁ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর রাজশাহী সিটি ও জেলা ইউনিটের সংশ্লিষ্টদেরকে নিয়ে তিন দিন ব্যাপী নিরাপদ অভিগম্যতা (সেফার অ্যাকসেস) বিষয়ক ওরিয়েন্টশনের সমাপনী অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রাজশাহী জেলা ইউনিটের সম্মানীত চেয়ারম্যান, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এবং রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, সেক্রেটারি মো: আবু সালেহ, কার্য নির্বাহী সদস্য ইয়াসমিন রেজা ফেন্সি,  তাসকিন পারভেজ শাথিল উপস্থিত ছিলেন। 

সমাপনী বক্তব্য রাজশাহী জেলা ইউনিটের সম্মানীত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, এই প্রশিক্ষণটির মাধ্যমে ইউনিটের কার্য নির্বাহী সদস্য এবং স্বেচ্ছাসেবকরা সুরক্ষা নিরাপত্তা বিষয়ে যে জ্ঞান অর্জন করেছে তা মাঠ পর্যায়ে কাজে লাগবে এবং নিজে নিরাপদ থেকে অন্যের নিরাপদ অভিগম্যতা নিশ্চিত করবে।  

উল্লেখ্য, ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর সহযোগীতায় রাজশাহী সিটি ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ৬ জন কার্য নির্বাহী সদস্য, ১ জন প্রকল্প কর্মকর্তা ১ জন অফিসার এবং ২৪ জন স্বেচ্ছাসেবক সহ মোট ৩২ জন এই ওরিয়েন্টশনে অংশগ্রহণ করে। 

মাঠ পর্যায়ে কাজ করতে স্বেচ্ছাসেবকদের সুরক্ষা, নিরাপত্তা, নিরাপদ অভিগম্যতা (সেফার অ্যাকসেস) বিষয়ক আলোচনা ও দলীয় কাজের মাধ্যমে অংশ গ্রহণকারীদেরকে এই ওরিয়েন্টশন প্রদান করা হয়। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইনগত ভিত্তিসহ গুরুত্বপূর্ন নীাতমালা, জরুরী মানবিক কাজে স্বেচ্ছাসেবকদের অত্যাবশ্যকীয় পালনীয় এবং করনীয় বিষয়ে আলোচনা করা হয়। 

এই ওরিয়েন্টশনটি পরিচালনা করেন সেফার অ্যাকসেস রিসোর্সপুল সদস্য বিডিআরসিএস কুমিল্লা ইউনিটের যুব স্বেচ্ছাসেবক ফয়সাল আহমেদ, বিডিআরসিএস রাজশাহী জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবক মো: সাগর আলী, রাজশাহী সিটি ইউনিটের যুব স্বেচ্ছাসেবক ইয়াসমিন আক্তার এছাড়াও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস (আইসিআরসি) এর মুভমেন্ট কো-অপরেশন স্পেশালিষ্ট কাকলী রানী দাশ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের সেফার অ্যাকসেস অফিসার মো: মোশাররফ হোসেন, সেফার অ্যাকসেস কো-অর্ডিনেটর কাজী রাশেদ শিমুল। 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ নিজ অবস্থান থেকে সোসাইটির মানবিক কর্মকান্ড বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]