‘রাবির ভবন ধস ও শ্রমিক হতাহতের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের’


, আপডেট করা হয়েছে : 31-01-2024

‘রাবির ভবন ধস ও শ্রমিক হতাহতের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ কামারুজ্জামান ভবনের একাংশ ধস ও শ্রমিক হতাহতের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এ অভিযোগ করে যৌথ বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাত বাম সংগঠন।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সব ক্ষয়ক্ষতির দায় নিশ্চিতভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে ক্ষতিগ্রস্ত শ্রমিকের পরিবারের জন্যে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করে প্রদান করতে হবে। ভবন ধস ও ধারাবাহিক ছাত্র-শ্রমিক হতাহতের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠান ‌‘মজিদ সন্স কনস্ট্রাকশন’ এর নামে মামলা এবং শাস্তির মুখোমুখি করতে হবে।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবন ধস ও শ্রমিক হতাহতের ঘটনা কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় নয়। ২০২৩ সালের ২৬ অক্টোবর একই ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক ইউনুস আলী, ২০২২ সালের ৩১ মে আরেক নির্মাণাধীন ২০তলা অ্যাকাডেমিক ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক সাগর এবং ২ ফেব্রুয়ারি ভবনের নির্মাণ সামগ্রী বহনকারী ট্রাকের চাপায় শিক্ষার্থী হিমেল হত্যাকাণ্ডের মতো ধারাবাহিক ঘটনা ভবিষ্যতে আরও বড় ক্ষয়ক্ষতির আভাসই দিয়ে আসছিল। অথচ লাগাতার ‘হত্যাকাণ্ডের’ পরেও প্রশাসন যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্বে অবহেলা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভবনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মজিদ সন্স কনস্ট্রাকশন’ এর বেপরোয়া দুর্নীতি, অবহেলা ও অব্যবস্থাপনায় ক্যাম্পাসের অভ্যন্তরে একটি ‘হত্যা কাঠামো’ সৃষ্টি হয়েছে। এর ফলে যে কেউ যেকোনো মুহূর্তে আক্রান্ত হতে পারে।

নির্মাণাধীন ভবনের কাঠামোটি নিরাপদ নয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ভবনটির ধসে পড়া অংশে একটি পিলার হেলে গেছে। এই ঘটনায় ভবনের বাকি কাঠামোর স্থায়িত্ব, রডসহ অন্যান্য নির্মাণ সামগ্রীর উপযুক্ততা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে। অনিরাপদ কাঠামো ভবিষ্যতে আরও ভয়াবহ দুর্ঘটনা বয়ে আনবে। তাই নতুন করে কাজ শুরু করার আগে অবিলম্বে নিরপেক্ষ প্রকৌশল কর্তৃপক্ষ দিয়ে ভবনটির মান যাচাই করতে হবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]