জয়পুরহাটে ইয়াবা-সহ মাদক কারবারী তুষার গ্রেফতার


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 31-01-2024

জয়পুরহাটে ইয়াবা-সহ মাদক কারবারী তুষার গ্রেফতার

জয়পুরহাটে ইয়াবা-সহ মোঃ তুষার আকন্দ (৩২) নামের মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বুধবার (৩০ জানুয়ারি) রাত ৭টায় জয়পুরহাটের পাঁচবিবি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২৮ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ তুষার আকন্দ, সে জয়পুরহাটের পাঁচবিবি থানার পশ্চিম বালিঘাটার এলাকার মৃত  আব্দুর রহমানের ছেলে। 

বৃহস্পতিবার র‌্যাব-৫, এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

এ ব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]