রাজশাহী নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ


মাসুদ রানা রাব্বানী রাজশাহী: , আপডেট করা হয়েছে : 29-01-2024

রাজশাহী নগরীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রাজশাহী মহানগরীতে আলহাজ্ব সুজাউদ্দৌলা ডিগ্রি কলেজের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে নগরীর তেরখাদিয়া অবস্থিত সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজ প্রাঙ্গণে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ৪৫০ জন অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীতে শীতের তীব্রতা অনেক বেশি। শীতার্ত মানুষের পাশে সহায়তা প্রদানে বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৪ হাজার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে অসহায় দরিদ্র মানুষকে শীত বিতরণ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন,প্রধানমন্ত্রী জাতীয় সংসদের সদস্যদের বৈঠকে বলেছেন দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থাকতে হবে। অসহায় দুঃস্থ মানুষের পাশে সবসময় থাকতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে করণীয় নির্ধারণ করে কাজ করতে হবে। অনুষ্ঠানে কলেজটি উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

আলহাজ¦ সুজাউদ্দৌলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান মানজালের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাসিকের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহমেদ, মহানগর আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবীর সেন্টু, মহানগর আওয়ামী লীগের সদস্য ও দৈনিক সানশাইন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ইউনুস আলী, কলেজ গভর্নিং বডির সদস্য আব্দুল গফুর, সোলায়মান প্রামানিক, ১৬নং ওয়ার্ড যুব লীগের সভাপতি আব্দুল খালেক, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সূর্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান শেষে রাসিক মেয়র কলেজের সার্বিক কার্যক্রম বিষয়ে শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]