ফের আমেরিকায় শিকাগো শহরে তিনটি জায়গায় গুলি হামলায় অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আমেরিকার স্থানীয় সময় মোতাবেক রবিবার এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামলাকারী এখনও ধরা ছোয়ার বাইরে। তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সোমবার ইলিনয় প্রদেশের প্রশাসন জানিয়েছে, শিকাগো শহরে ও শহরতলীতে হামলা চালিয়েছে অজ্ঞাত পরিচয় এক বন্দুকবাজ। জোলিয়েট ও উইল কাউন্টি পুলিশের মতে, কেন এভাবে দাপিয়ে বেড়াচ্ছে হামলাকারী, কেনই বা নিরীহদের হত্যা করছে সে, তা স্পষ্ট নয়। তবে এটাকে ‘লোন উলফ’ অ্যাটাক বলেও মনে করছে নিরাপত্তা মহলের একাংশ। বলে রাখা ভালো, ‘লোন উলফ’ মানে একাকী শিকারি। জেহাদি মতবাদে উদ্বুদ্ধ হলেও কোনও সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকে না এরা।
জোলিয়েট কাউন্টির পুলিশপ্রধান উইলিয়াম ইভান্স জানিয়েছেন, বন্দুকবাজকে বাগে আনতে বড়সড় অভিযান চলছে। স্থানীয় পুলিশের সঙ্গে হাত মিলিয়েছে এফবিআই। পুলিশ জানিয়েছে, রবিবার উইল কাউন্টির এক বাড়িতে হামলাকারীর প্রথম শিকারের খোঁজ মেলে। সোমবার জোলিয়েট কাউন্টির দুটি বাড়ি থেকে উদ্ধার করা হয় গুলিতে ঝাঁজরা সাতটি দেহ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোলিয়েট কাউন্টির পুলিশপ্রধান উইলিয়াম বলেন, “২৯ বছর ধরে আমি পুলিশে চাকরি করছি। এহেন ভয়াবহ অপরাধ আমি আজ পর্যন্ত দেখিনি।” এই ঘটনায় কোনও জেহাদি যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বহুবার বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হয়েছে আমেরিকা। গত ডিসেম্বরে নেভাদা ইউনিভার্সিটিতে হামলা চালায় এক বন্দুকবাজ। ঘটনায় প্রাণ হারান তিন পড়ুয়া।