পবার চরাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরন


পবা (রাজশাহী) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 23-01-2024

পবার চরাঞ্চলের শীতার্তদের মাঝে কম্বল বিতরন

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের চর-মাঝার দিয়ার এলাকার দুর্গম চরের এতিম, বয়স্ক, প্রতিবন্ধীসহ অত্র চরাঞ্চলে পিছিয়ে পড়া শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছেন পবা উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ। 

মঙ্গলবার বেলা ১১ টার দিকে চর নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়।

কম্বল নিতে আসা চর মাঝারদিয়ার গ্রামের বৃদ্ধ সোহাগী বিবি বলেন, ‘বছর দশেক আগে স্বামী মারা গেছে, এক ছেলেকে নিয়ে কুড়ে ঘরে থাকি। কোন কাজ-কাম করতে পারি না। অভাবের সংসার। ট্যাকা-পয়সা নাই, তাই গরম কাপুর-চুপুর কিনতে পারিনি। রাতে জাড়ে খুবই কষ্ট করছিনু। কম্বল পাইয়ি খুব উপকার হইলো। দুয়া করি আল্লাহ যেন ইউএনও স্যারকে ভালো রাখেন।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোহাম্মদ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় পবা উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে এই হাড় কাঁপানো কনকনে শীতে চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আমরা আজ পবার প্রত্যন্ত চর-মাঝার দিয়ার এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে। এই মহতী উদ্যোগে রাজশাহী জেলার বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সহযোগিতা পাচ্ছি। সাধ্যমতো আমাদের এই প্রচেষ্টা অব্যাহত রাখবো।

এ সময় বক্তব্য রাখেন, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলে রেজবি আল মুঞ্জিল তিনি বলেন, চরাঞ্চলে এমন উদ্যোগ সচারাচর দেখা যায় না। এটি খুব ভালো উদ্যোগ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানায়।

এ সময় উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির প্রমূখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]