নিয়ামতপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


মোঃ জাবেদ আলী নিয়ামতপুর উপজেলা প্রতিনিধিঃ , আপডেট করা হয়েছে : 21-03-2022

নিয়ামতপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে নিয়ামতপুরে ৫০ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদেরকে সংবর্ধনা দেয়া হয়েছে নিয়ামতপুর উপজেলার চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সোমবার ২১ মার্চ বেলা ১১টায় উপজেলা পরিষদের স্থায়ী মঞ্চে এ সংবর্ধনার আয়োজন করেন।

এ সময় স্বাধীনতা যুদ্ধের সৈনিক ও সাবেক কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুভাস কান্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা বংসিধর পাল, পোরশা উপজেলা থেকে সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  ইব্রাহীম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোতালেব, বীর মুক্তিযোদ্ধা চানু রবিদাসসহ ৫০ জন বীরমুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের হাতে রজনীগন্ধার ষ্টিক তুলে দেন অতিথিরা। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি নিয়ামতপুর জোনের ডিপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ। মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মোজাফফর হোসেন, আব্দুল ওহাব, উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তার আদর্শে গড়া আওয়ামী লীগের কর্মীরা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। সেই কর্মীদের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সবসময় মুক্তিযোদ্ধাদের কদর করেছেন। মুক্তিযোদ্ধারা আমাদের অনুপ্রেরণা। তাদের ত্যাগের ইতিহাস আমাদের সাহস।

রাজশাহীর সময় / জি আর


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]