রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও পবা থানা এলাকায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে গাঁজা ও দেশীয় মদ-সহ (চুয়ানী) ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকা থেকে ১ কেজি গাঁজা ও ২০০ লিটার দেশীয় মদসহ আসামি মোঃ শাহাদত হোসেন ও মোসাঃ খাদিজা আক্তার পপিকে গ্রেফতার করা হয়। অপর এক অভিযানে সন্ধ্যা সাড়ে ৭ টায় পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালাম গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারী মকছেদ আলীর বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ মসলেম উদ্দিন ও সঙ্গীয় ফোর্স। একই দিন বিকেল সোয়া ৩ টায় কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা-সহ মোঃ নবাব হোসেনকে গ্রেফতার করে ডিবি’র এসআই মোঃ শারিফুর রায়হান ও সঙ্গীয় ফোর্স।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলো: মোঃ শাহাদত হোসেন (৪০), সে মহানগরীর কর্ণহার থানার প্রাসাদপুর এলাকার মোঃ আফসার আলীর ছেলে, মোসাঃ খাদিজা আক্তার পপি (২৩), সে একই এলাকার মোঃ শাহাদাত হোসেনের স্ত্রী, বর্তমানে তারা কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা পল্লী বিলাস গ্রীন হাট এলাকায় বসবাস করে। মোঃ মকছেদ আলী (৪৫) সে পবা থানার জয়কৃষ্ণপুর ছোটভালাম এলাকার মৃত আক্কেল আলীর ছেলে ও মোঃ নবাব হোসেন (৩২), সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকার মৃত লিয়াকত আলীর ছেলে।
বুধবার (১০ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা ও পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের পূর্বক বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।