বাংলাদেশে ভোট হয়েছে। বিপুল ভোটে জয় পেয়েছেন শেখ হাসিনা। কিন্তু এই ভোট নিয়ে কী বলছে আমেরিকা।
আমেরিকার পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের ভোট অবাধ ও স্বচ্ছ হয়নি। স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্য়াথিউ মিলার জানিয়েছেন, আমেরিকা অন্যান্য় পর্যবেক্ষকদের সঙ্গে তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছে। কিন্তু এই ভোট অবাধ ও স্বচ্ছ হয়নি। এটা হতাশার যে সব দল এই ভোটে অংশ নেয়নি।
তিনি একটি বিবৃতিতে জানিয়েছেন, আমেরিকা এই হিংসার নিন্দা করছে, যেটা ভোটের সময় হয়েছিল। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহ দিচ্ছি যাতে তারা হিংসার ঘটনার যথাযথ তদন্ত করে। এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।
তবে আমেরিকা যাই বলুক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই বিপুল জয়ের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। চতুর্থবারের জন্য় সংসদ নির্বাচনে বিপুল জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। বাংলাদেশের মানুষকেও আমার শুভেচ্ছা জানিয়েছি সফলভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য। বাংলাদেশের সঙ্গে আমাদের সাধারণ মানুষ কেন্দ্রীক যে সম্পর্ক সেটা আরও শক্তিশালী করতে বদ্ধপরিকর।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, মানবাধিকারকে রক্ষা করা, বাংলাদেশের সিভিল সোসাইটিকে রক্ষা করার ব্য়াপারে আমরা আশাবাদী। মানুষের সঙ্গে মানুষের মধ্য়ে বন্ধনকে সুদৃঢ় করা ও অর্থনৈতিক বন্ধনকে সুদৃঢ় করার ব্যাপারে কাজ করে যাব।
বাংলাদেশের ভোটের ফলাফলের নিরিখে দেখা যাচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে টানা চতুর্থবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। আওয়ামি লিগ জিতেছে ২২২টি আসন। জাতীয় পার্টির ঝুলিতে ১১টি আসন এসেছে। নির্দল প্রার্থীদের ঝুলিতে গিয়েছে ৬২টি আসন। অন্যান্যরা তিনটি আসন জিতেছে।
তবে এবার প্রধান বিরোধী দল বিএনপি ভোটে অংশ নেয়নি। এনিয়ে বিএনপি ও আওয়ামি লিগের মধ্য়ে গত কয়েকদিন ধরেই কার্যত বাগযুদ্ধ চলেছে। তার মধ্যে বিপুল জয় পেল আওয়ামি লিগ। বলা ভালো ফাঁকা মাঠে গোল দিল বাংলাদেশের শাসকদল। এমনটাই মত অনেকের। সূত্র: হিন্দুস্থান টাইমস্ বাংলা।