প্রেমিক শিখরকে নিয়ে বালাজির মন্দিরে জাহ্নবী


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 06-01-2024

প্রেমিক শিখরকে নিয়ে  বালাজির মন্দিরে জাহ্নবী

বলিউডের অভিনেত্রী জাহ্নবী কপূর। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহ্নবী। শ্রীদেবী এবং বনি কপূরের সন্তান হওয়ার সুবাদে বলিউডে অভিষেকের পর থেকে একের পর এক ছবিতে কাজ করেছেন তিনি। তবে তাঁর অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি উৎসাহী দর্শক ও অনুরাগীরা। বিশেষ করে, তাঁর প্রেম জীবন সর্ব ক্ষণই আলোচনায় থাকে। প্রথম ছবিতে অভিনয় করার পরেই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল জাহ্নবীর। তবে জল্পনা যাইহোক, সেই অধ্যায়ের ইতি ঘটেছে বহু আগেই। তার পরে অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল জাহ্নবীর। সেই সম্পর্কও এখন অতীত। অভিনেতাদের ছেড়ে বরং অতীতের প্রেমিকের কাছেই ফিরে গিয়েছেন জাহ্নবী। গত বছর থেকে শিখর পাহাড়িয়ার সঙ্গে নিয়মিত দেখা গেছে জাহ্নবীকে। সম্প্রতি কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এ এসে শিখরের সঙ্গে নিজের প্রেমের সম্পর্কে মুখ ফস্কে বলে দিয়েছেন জাহ্নবী। তার দিন কয়েক পরেই শিখরের হাত ধরেই আশীর্বাদ নিতে ছুটলেন নায়িকা। কোথায় গেলেন শ্রীদেবী-কন্যা?

শুক্রবার সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়ো দেখা গেল, চর্চিত প্রেমিক শিখরের সঙ্গে তিরুপতি বালাজির মন্দিরে হাজির হয়েছেন জাহ্নবী। মা শ্রীদেবীর সূত্রে দক্ষিণ ভারতের প্রতি অন্য ধরনের টান অনুভব করেন তিনি। এ কথা আগেই জানিয়েছেন জাহ্নবী। তিরুপতি দর্শন করেই তাই নতুন বছর শুরু করতে চান তিনি। তাই মন্দিরের উদ্দেশে রওনা দিয়েছিলেন জাহ্নবী, সঙ্গে ছিলেন শিখর। সোনালি পাড়ের সাদা উত্তরীয় ও ধুতি পরেছিলেন তিনি। গত বছরও এপ্রিল মাস নাগাদ শিখরের সঙ্গে তিরুপতি দর্শনে গিয়েছিলেন নায়িকা।

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর। বলিউডে পা রাখার আগে থেকেই নাকি শিখরের সঙ্গে প্রেম ছিল জাহ্নবীর। যদিও বলিউডে অভিষেক হওয়ার পর বেশ কয়েক বছর স্রেফ বন্ধুত্বের সম্পর্কই বজায় রেখেছিলেন তাঁরা। তবে ঈশান, কার্তিকের মতো অভিনেতার সঙ্গে সম্পর্ক ভাঙার পরে পুরনো বন্ধু ও প্রাক্তন প্রেমিক শিখরের কাছেই ফিরেছেন শ্রীদেবী-কন্যা।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]