প্রতি বছর ৫ জানুয়ারি জাতীয় পাখি দিবস পালন করা হয়। এই দিনটি প্রকৃতি ও পাখি প্রেমীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মূলত পাখিদের নিয়ে সচেতনতা বাড়াতেই এই দিনটি উদযাপন করা হয়।
বর্তমানে বিশ্বের ২০ শতাংশেরও বেশি পাখি অস্তিত্ব সংকটে রয়েছে। সংখ্যার নিরিখে যা প্রায় ২০ হাজার প্রজাতির সমান। এই বিশাল সংখ্যক প্রজাতিকেবাঁচাতেই জাতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাখি প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
এই দিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের পাখি বিশারদরা পাখি বিষয়ক আলোচনা, পাখি পর্যবেক্ষণ, পাখি মেলা ও অন্যান্য আয়োজনে অংশগ্রহন করে থাকেন। এই উপলক্ষে সারা দেশ জুড়েই নানা কর্মসূচি আয়োজিত হয়।