হেজবোল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বুধবার বলেছেন, লেবাননের সঙ্গে যুদ্ধ করলে তা ইসরাইলের বিপর্যয়ের কারণ হবে।
টিভি-ভাষণে তিনি বলেছেন, ''যদি শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে যুদ্ধঘোষণা করে, তাহলে কোনোরকম সংযম না দেখিয়ে, কোনো নিয়ম না মেনে, কোনো বিধিনিষেধ না মেনে, সীমাহীনভাবে যুদ্ধ করব।'' নাসরাল্লাহ জানিয়েছেন, ''আমরা যুদ্ধকে ভয় পাই না।''
একদিন আগেই বৈরুতে ড্রোন হামলায় হামাস নেতা সালেহ আরৌরির মৃত্যু হয়েছে। তারপরই ইসরাইলকে হুমকি দিসেন নাসরাল্লাহ। আরৌরি ছিলেন হামাস ও হেজবোল্লাহের মধ্যে যোগাযোগের সেতু। হেজবোল্লাহকেও জঙ্গি সংগঠন বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরাইল ও অন্য কয়েকটি দেশ।
হেজবোল্লাহ নেতা জানিয়েছেন, ''আরৌরির মৃত্যু একটা ভয়ংকর অপরাধ যা নিয়ে আমরা চুপ থাকতে পারি না।'' তিনি এর জন্য ইসরাইলকে দায়ী করেছেন। ইসরাইল অবশ্য এখনো জানায়নি, তারাই ওই ড্রোন আক্রমণ করেছিল কিনা।
৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে হেজবোল্লাহ এবং ইসরাইল একাধিকবার একে অন্যের দিকে রকেট আক্রমণ করেছে।