মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের বান্ধবী; কে এই দিব্যা


তামান্না হাবিব নিশু : , আপডেট করা হয়েছে : 04-01-2024

মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টারের বান্ধবী; কে এই দিব্যা

দিব্যা পাহুজাকে নিয়ে তোলপাড় হরিয়ানা ! প্রেমিক এবং গ্যাংস্টার সন্দীপ গাদোলিকে হত্যায় অভিযুক্ত দিব্যা। কয়েকদিন আগেই ছাড়া পেয়েছিলেন জামিনে। তারপরই গুরুগ্রামের একটি হোটেল থেকে উদ্ধার হয় তাঁর গুলিবিদ্ধ মৃতদেহ।জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ২৭ বছরের দিব্যাকে হোটেলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় পাঁচ দুষ্কৃতী। এদের মধ্যে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। দিব্যার মৃতদেহ গাড়িতে নিয়ে যাচ্ছিল এই তিনজন। বাকি দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

দিব্যা পাহুজা প্রাক্তন মডেল। তাঁর জীবন রূপকথার গল্পকেও হার মানাবে। বাবা শারীরিক প্রতিবন্ধী। গুরুগ্রামের বলদেব নগরে সবজি বিক্রি করেন। বাবা-মা ছাড়াও দিব্যার এক বোন রয়েছে। ২০১৮ সালে বি.কম-এ ভর্তি হন। সেই সময়ই মডেলিংয়ে সুযোগ পান। পড়াশোনা আর করা হয়নি।

আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে দিব্যার ওঠাবসা ২০১৬ সাল থেকে। তখন তাঁর বয়স মাত্র ১৮। গুরুগ্রামের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার সন্দীপ গাদোলির প্রেমিকা ছিলেন দিব্যা। পরবর্তীকালে মুম্বইয়ের একটি হোটেলে হরিয়ানা পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের।

গাদোলির এনকাউন্টার নিয়ে তদন্ত শুরু হয়। তখন জানা যায়, গ্যাংস্টারের মুম্বইয়ের হোটেলে আসার খবর পুলিশকে জানিয়েছিলেন তাঁর প্রেমিকা দিব্যাই। এই অভিযোগে দিব্যা, তাঁর মা এবং পাঁচ পুলিশকর্মী গ্রেফতার হন।

মুম্বই পুলিশের সূত্র অনুযায়ী, বীরেন্দ্র কুমার ওরফে বিন্দার গুজ্জর ছিলেন সন্দীপের প্রতিদ্বন্দ্বী। হরিয়ানায় সেও গ্যাং চালাত। সেই বীরেন্দ্রই হরিয়ানা পুলিশের সঙ্গে ষড়যন্ত্র করেছিল বলে জানা যায়, সংবাদসংস্থা পিটিআই-এর প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।সন্দীপের এনকাউন্টারের সময় গুজ্জর জেলে ছিলেন। তাঁর হয়ে ভাই মনোজই ষড়যন্ত্রের জাল বোনেন। হানি ট্র্যাপে ফাঁসানো হয় দিব্যাকে।

পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, মুম্বই পুলিশ জানিয়েছে, দিব্যার সাহায্যে সন্দীপকে ফাঁদে ফেলে জাল এনকাউন্টারে খুন করা হয়।এরপর সাত বছর জেলেই ছিলেন দিব্যা। ২০২৩ সালের জুন মাসে তাঁকে জামিন দেয় বম্বে হাইকোর্ট। দিব্যার জামিন মঞ্জুরের সময় দীর্ঘ কারাবাস এবং বিচার প্রক্রিয়ার উল্লেখ করে আদালত। এরপর মঙ্গলবার দিব্যাকে পাঁচ জন গুরুগ্রামের একটি হোটেলে নিয়ে গিয়ে মাথায় গুলি করে খুন করে বলে জানা গিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]