সিংড়ায় পুলিশ বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত, আটক -৩


সৌরভ সোহরাব, সিংড়া (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 04-01-2024

সিংড়ায় পুলিশ বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত, আটক -৩

নাটোরের সিংড়ায় পুলিশ বিএনপির সংঘর্ষে ৩ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদ সহ ৩জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ১১ টায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় বিএনপির লিফলেট বিতরণকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার মাহমুদের নেতৃত্বে  ৭ জানুয়ারী  নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরন করতে গেলে পুলিশ বাঁধা দেয়। এতে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে  সংঘর্ষ শুরু হয়। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া ও গাড়ী ভাঙ্গচুরের ঘটনা ঘটে। এতে এসআই আব্দুল রহিম সহ ৩ পুলিশ সদস্য গুরুত্বর আহত হয়। আহত অন্য দুই পুলিশ সদস্যরা হলেন কনস্টবল আব্দুল লতিফ ও গাড়ী চালক আব্দুল মালেক। আহত তিন পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভির্ত করা হযেছে।  পরে ঘটনাস্থল থেকে জেলা বিএনপির যুগ্ন আহবায়ক দাউদার

মাহমুদ সহ জাির্জস ও আসাদ নামের তিনজনকে  আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে দুপুর ১২ টায় বিক্ষোভ মিছিল করে উপজেলা আওয়ামী লীগ।

পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনাস্থল পরির্দশন করে  সাংবাদিকদের বলেন, নির্বাচনের আগে নাশকতা ও অস্থিতিশীল  পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি এই অপচেষ্টা করার চেষ্টা করছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]