‘ভার্চুয়াল’ গণধর্ষণ! ব্রিটেনে ভয়াবহ অভিজ্ঞতার শিকার কিশোরী!


আন্তর্জাতিক ডেস্ক : , আপডেট করা হয়েছে : 03-01-2024

‘ভার্চুয়াল’ গণধর্ষণ! ব্রিটেনে ভয়াবহ অভিজ্ঞতার শিকার কিশোরী!

ভার্চুয়াল দুনিয়ার উপর বাড়ছে নির্ভরশীলতা। বাস্তব আর ভার্চুয়ালের মধ্যের সীমারেখা ফিকে হচ্ছে। আর এহেন পরিস্থিতিতে জন্ম নিচ্ছে নতুন ধরনের অপরাধ। পৃথিবীর বিভিন্ন প্রান্তে সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন বহু মানুষ। আর এবার ভার্চুয়াল দুনিয়ায় গণধর্ষণের অভিযোগ উঠল। ব্রিটেনে ১৬ বছরের এক কিশোরী গণধর্ষিতা হয়েছে মেটাভার্সে! হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এমনই এক অভিযোগে হৈচৈ পড়ে হেছে। 

মেটাভার্স গেমে অংশ নিয়েছিল ১৬ বছরের ওই কিশোরী। আর সেই গেমেই তার ডিজিটাল অবতারকে বেশ কয়েকজন ব্যক্তির ডিজিটাল অবতার গণধর্ষণ করে বলে অভিযোগ। কিন্তু ভার্চুয়ালি কি আদৌ ধর্ষণের মতো অভিযোগ উঠতে পারে! আসলে শারীরিকভাবে ধর্ষিতা হয়নি কিশোরী। তবে ধর্ষিতাকে যেভাবে মানসিক আঘাত পেতে হয় নির্যাতিতা কিশোরীও তেমনই আঘাত পেয়েছে। ঘটনাটিতে ভেঙে পড়েছে সে। গোটা ঘটনাটির পুলিশ তদন্ত শুরু করেছে। 

মেটাভার্স ভার্চুয়াল দুনিয়াকে দিনকেদিন যেন ‘জীবন্ত’ করে তুলছে। আর এই কল্পজগতে আক্রমণের মুখে পড়তে হয়েছে ওই কিশোরীকে! তদন্তের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ অফিসার মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "ওই নাবালিকাকে একই রকম মানসিক কষ্টের শিকার হতে হয়েছে যা শারীরিকভাবে ধর্ষিতাকে হতে হয়। যা শারীরিক ক্ষতর থেকে দীর্ঘস্থায়ী হয়।” তবে এই ধরনের অপরাধের মোকাবিলা বর্তমান আইন ব্যবস্থায় করা কঠিন বলেও জানিয়েছেন তিনি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]