ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত আটক


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 24-01-2022

ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতির সময় ৪ ডাকাত আটক

ঈশ্বরদীতে ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে অস্ত্র ও প্রাইভেট কারসহ আটক করা হয়েছে।  

সোমবার (২৪ জানুয়ারি) রাত ২টা ৪৫ মিনিটে মুলাডুলি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আড়পাড়া বটতলা এলাকায় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে। 

আটককৃত ডাকাতরা হলো: জনি আহম্মদ (২৭), মাহাবুব (৪০), বাচ্চু (২৭) ও রকি (২৬)। এরা সকলেই কুষ্টিয়া জেলার বাসিন্দা বলে থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন। এদের সাথে সংশ্লিষ্ট আরও ৫ থেকে ৭ জন পালিয়ে যায় বলে ওসি জানিয়েছেন।

এলাকাবাসী রিপন হোসেন জানান, গাড়ি তল্লাশি করলে মধ্যযুগীয় অস্ত্র এবং একসেট অটোচাবি (যাহা যেকোনো তালা খোলা যায়) পাওয়া যায়। এসময় গ্রামবাসী ডাকাতদের মারধর এবং ব্যবহৃত কালো প্রাইভেট কার (কুষ্টিয়া গ-১১০০০২) ভেঙ্গে ফেলেন।

খবর পেয়ে ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম এবং এসআই মুকুলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ডাকাত সদস্যদের ৪ জনকে উদ্ধার করেন। 

সোমবার দুপুরে ওসি জানান, এদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর ডাকাতদের পাবনা জেলহাজতে প্রেরণ করা হবে। 

রাজশাহীর সময় /এএইচ


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]