এবার নাইজারে দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে ফ্রান্স। দেশটি অতীতে ফ্রান্সের উপনিবেশ ছিল।
ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ৫ মাসেরও বেশি আগে নাইজারের সামরিক অভ্যুত্থানের পর থেকে সেখানকার ফরাসি দূতাবাস অবরোধ, কর্মীদের ভ্রমণে নিষেধাজ্ঞা এবং কূটনীতিকদের বহিষ্কারের মতো বিষয় স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় গুরুতর বাধা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে দূতাবাসটি প্যারিসে কাজ চালিয়ে যাবে, এবং নাইজেরিয়ান প্রবাসী ও মানবিক সহায়তার ক্ষেত্রে বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ বজায় রাখবে।