৭ জানুয়ারির ভোটে আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 03-01-2024

৭ জানুয়ারির ভোটে আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আগামী ৭ জানুয়ারি ভোটের মাধ্যমে আগুন সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের জবাব দিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে দেশে গণতন্ত্র ও দীর্ঘদিন ক্ষমতায় থাকায় রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার। এ কারণে দেশের উন্নয়নে কাজ করার সৌভাগ্য হয় আমাদের। ফলে আজকের বাংলাদেশে, বদলে যাওয়া বাংলাদেশ।

বুধবার (৩ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেন শেখ হাসিনা। এসময় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পেরেছে আওয়ামী লীগ সরকার। যুক্তরাষ্ট্রের কাছে গ্যাস বিক্রি করতে রাজি হইনি বলে, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয় আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় এসেই লুটপাট ও দুর্নীতি শুরু করে। বর্তমানে দলটির আগুন সন্ত্রাস ও দুর্বৃত্তায়নের জবাব ৭ জানুয়ারিতে ভোটের মাধ্যমে দিতে হবে। দেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে।’

তিনি বলেন, ‘ক্ষমতায় এসেই আমরা লক্ষ্য স্থির করেছিলাম বাংলাদেশের উন্নয়ন করবো, দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করবো। সেসব বিষয়ে অগ্রগতি লাভ করেছি। দেশে দারিদ্র্যের হার কমানো হয়েছে, মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানো হয়েছে, শিক্ষার হার বাড়ানো হয়েছে। মূলত দেশের উন্নয়ন ব্যাপকভাবে করা হয়েছে।’

আওয়ামী লীগ সভাপতি এদিন পাঁচ জেলা ও এক উপজেলার নির্বাচনী জনসভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]