কাঁচি প্রতীকের জন্যই মানুষ ভোট কেন্দ্রে আসবে: অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 30-12-2023

কাঁচি প্রতীকের জন্যই মানুষ ভোট কেন্দ্রে আসবে: অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা

দীর্ঘ ১৫ বছর ধরে জনবিচ্ছিন্ন নেতৃত্বের কারণে রাজশাহী-২ আসনে ভোটাররা ভোট বিমুখ ছিলো। মানুষ পরিবর্তন চাই। সাধারণ ভোটাররা বলছেন, কাঁচি প্রতীক না থাকলে ভোট কেন্দ্রেই যেতাম না। একমাত্র কাঁচি প্রতীকের জন্যই মানুষ ভোট কেন্দ্রে আসবে বলে জানিয়েছেন রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।  

শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩ টা থেকে গভীর রাত পর্যন্ত ১৪, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশাকে জয়যুক্ত করার লক্ষ্যে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে, পাড়া-মহল্লায় গণসংযোগ করা হচ্ছে। এসব গণসংযোগে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষও স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে। ¯েøাগানে ¯েøাগানে তুলছেন ‘কাঁচি’ প্রতীকের জয়ধ্বনি। উৎসবমূখর পরিবেশে চলছে এই প্রচারণা।  

গণসংযোগকালে রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা বলেন, এবার সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হবে। এবারের নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিদ্ব›িদ্বতামূলক করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। রাজশাহীতে কাঁচি প্রতীক নির্বাচন না করলে সেটা কখনোই অংশগ্রহণমূলক ও প্রতিদ্ব›িদ্বতামূলক হতো না। কারণ মানুষ ভোট কেন্দ্রেই আসতো না। কোন কোটারি নেতাকে রাজশাহীর মানুষ ভোট দিবে না। আর এটা বুঝতে পেরেই ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা আজ ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্রই সে ঐক্য নষ্ট করতে পারবে না। আর জনবিচ্ছিন্ন ওই নেতা যতই ষড়যন্ত্র করুক, সাধারণ মানুষ তা প্রতিরোধ করে কাঁচির বিজয় ছিনিয়ে আনবে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]