চাঁপাইনবাবগঞ্জে ২কোটি টাকার হেরোইন-সহ মাদক সম্রাট মোঃ মোর্তজা আলীকে গ্রেফতার র্যাব-৫।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোররাত সাড়ে ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর দেবীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতবাড়ী থেকে ২কেজি হেরোইন উদ্ধার করা হয়। যাহার অনুমানিক মূল্য ২কোটি টাকা।
গ্রেফতার মাদক সম্্রাট মোঃ মোর্তজা আলী (২৮), সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন চর দেবীনগর এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে।
রবিবার দুপুরে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, শনিবার দিনগত রাতে গভীর রাতে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চর দেবীনগর গ্রামের মাদক কারবারী মোঃ মোর্তজা আলীর বসত বাড়ীতে হেরোইনের একটি বড় চালান পাচারের জন্য জন্য মজুদ করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৫, এর সদস্য চতুরদিক থেকে তার বাড়ী ঘেরাও কালে ১জন ব্যক্তি রাতের আধারে পালিয়ে যায়। তবে গেইট খুলে পালানোর চেষ্টাকালে মাদক কারবারী মোর্তজা আলীকে হাতে নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে অস্বীকার করে, শয়নকক্ষে সানসেটের উপরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় হেরোইন রাখা আছে। এ সময় ২ কেজি হেরোইন উদ্ধার করে র্যাব সদস্যরা।
জিজ্ঞাসাবাদে জানা যায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত অজ্ঞাত স্থান থেকে মরন নেশা হেরোইন সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে থাকে। ইতিপূর্বে মাদকের আরও কয়েকটি চালান পাচার করেছিল বলে স্বীকার করে মাদক কারবারী মোর্তজা।
এ ব্যপারে তার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানায় র্যাব।