ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপি নেতার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 27-12-2023

ভোট নষ্ট না করে নৌকায় দেওয়ার আহ্বান বিএনপি নেতার

বিএনপি দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করলেও এবার নৌকার জন্য সরাসরি ভোট চাইলেন তানোরের সনরজাই ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক খান। বর্তমানে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। এ নিয়ে স্থানীয় বিএনপিতে তোলপাড় চলছে। 

মঙ্গলবার বিকালে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর নৌকা প্রতীকের উদ্যোগে সরনজাই সিধাইড় ক্লাব মোড়ে এক প্রচারসভার আয়োজন করা হয়। নৌকার এ প্রচারসভায় উপস্থিত হয়ে বিএনপি নেতা মোজাম্মেল হক খান এলাকাবাসীকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন। 

নৌকার প্রচারসভায় দেওয়া বক্তব্যে বিএনপি নেতা মোজাম্মেল হক খান বলেন, আমাদের দল বিএনপি এবার ভোট বর্জন করেছে। কিন্তু ভোট নষ্ট করে কোনো লাভ নেই। আমি বিএনপির নেতাকর্মীদের বলছি— আপনারা বাড়িতে বসে থেকে শুধু ভোট নষ্ট করবেন না। আপনারা কেন্দ্রে গিয়ে নিজ নিজ ভোট দেবেন। আমাদের এলাকার কৃতী সন্তান ওমর ফারুক চৌধুরীকে নৌকা প্রতীকে ভোট দেবেন। 

বিএনপি নেতা মোজাম্মেল হক খান আরও বলেন, আপনারা ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান বানিয়েছেন। আপনারা কি উন্নয়ন চান না। যদি উন্নয়ন চান, তা হলে ফারুক চৌধুরীকে নৌকায় ভোট দিন। এবার আপনারা নৌকায় ভোট দিলে সরনজাই ইউনিয়নবাসীর আরও উন্নয়ন হবে। 

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে নৌকার এ প্রচারসভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ। 

জানা গেছে, বিএনপি নেতা মোজাম্মেল খান সম্প্রতি উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের একটি সভায় উপস্থিত হয়ে ফুলের মালা নিয়েছিলেন। ওই সময় তার আওয়ামী লীগে যোগদানের খবর ছড়িয়ে পড়ে। তবে মোজাম্মেল খান পরে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেছিলেন। 

এদিকে তানোর উপজেলা বিএনপির একাধিক নেতা বলেন, মোজাম্মেল খান বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নৌকায় ভোট চাইতে পারেন না। 

নৌকায় ভোট চাওয়া প্রসঙ্গে বিএনপি নেতা মোজাম্মল হক খান বলেন, নৌকার প্রার্থী ফারুক চৌধুরী তানোরের সন্তান। এলাকার উন্নয়নের স্বার্থে আমি তার জন্য ভোট চেয়েছি। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]