বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে আগুন লেগেছে।
সোমবার ( ২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ডি ব্লকের ১৪ তলায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুন লাগার কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস থেকে পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।