৫ বছর পর প্রধানমন্ত্রী আজ শ্বশুরবাড়ি আসছেন


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 25-12-2023

৫ বছর পর প্রধানমন্ত্রী আজ শ্বশুরবাড়ি আসছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার রংপুরে আসছেন রংপুরের বধু প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একাধিক সুত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল ২৬ ডিসেম্বর সৈয়দপুর বিমানবন্দর থেকে পীরগঞ্জে আসার পথে তারাগঞ্জ হাই স্কুল মাঠে বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকায় আওয়ামীলীগের প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক এর নির্বাচনী জনসভায় বক্তৃতা করবেন। পরে তিনি পীরগঞ্জে তার শ্বশুরবাড়ি ‘জয় সদন’ এ যাবেন এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন এবং দুপুরের খাবার খাবেন।

এরপর তিনি বেলা দুইটায় রংপুরের পীরগঞ্জে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

তার আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দলীয় নেতাকর্মীদের ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। সৈয়দপুর থেকে রংপুর এবং পীরগঞ্জ পর্যন্ত মহাসড়কে ব্যাপক তোরণ নির্মান করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৩ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী এই দুটি আসনের নির্বাচনী জসভায় বক্তব্য দিয়েছিলেন। এসময় তিনি পীরগঞ্জে শ্বশুরবাড়িতেও গিয়েছিলেন। চলতি বছরের ২ আগস্ট রংপুর জিলা স্কুল মাঠে আয়োজিত আওয়মী লীগের জনসভায় যোগ দিলেও এদিন পীরগঞ্জে যাননি প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে আবারো শ্বশুরবাড়ি আসার খবরে নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা দিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]