জাতীয় দৈনিক ডেল্টা টাইমস, জবাবদিহি ও দৈনিক সকালের সময়সহ বিভিন্ন অনলাইন পোর্টালে 'তানোরে বীজ ডিলারের প্রতারণায় আলুচাষিরা নিঃস্ব"
শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ব্র্যকের আলু বীজ ডিলার মেসার্স সততা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী প্রসিদ্ধ আলু বীজ ব্যবসায়ী গোলাম মোর্তুজা।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে ব্র্যাকের আলু বীজ ডিলার ধুরইল বাজারের গোলাম মোর্তুজা ও কথিত সাব-ডিলার তানোর পৌরসভার জিওল মোড়ের হাবিবুর রহমান ব্র্যাকের আলু বীজ রিপ্যাক করে খাবার আলু বীজ আলু বলে বিক্রি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক বলেন, ব্র্যাকের একশ্রেণীর কর্মকর্তার যোগসাজশে গোলাম মোর্তুজা দীর্ঘদিন যাবত আলু বীজ নিয়ে প্রতারণা করে সাধারণ কৃষকের কাছে থেকে লাখ লাখ টাকা হাতিয়ে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।
যা সম্পুর্ণ মিথ্যা, বিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত। প্রকৃত ঘটনা হলো তানোর, মোহনপুর, গোদাগাড়ী ও পবা উপজেলায় ব্র্যাকের বীজ ডিলার হিসেবে গোলাম মোর্তুজার ব্যাপক সুনাম রয়েছে। একটি বিশেষ মহল তার ব্যবসার সুনামক্ষুন্ন ও সমাজে তাকে হেওপ্রতিপন্ন করার জন্য সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য নিয়ে এমন বানোয়াট ও মানহানিকর খবর প্রকাশ করিয়েছেন। তিনি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নিবেদক
মেসার্স সততা এন্টারপ্রাইজ
স্বত্ত্বাধিকারী গোলাম মোর্তুজা
ধুরইল বাজার, মোহনপুর
রাজশাহী।