নফল নামাজ ঘরে পড়া উত্তম


ধর্ম ডেস্ক , আপডেট করা হয়েছে : 25-12-2023

নফল নামাজ ঘরে পড়া উত্তম

জায়েদ ইবনে সাবেত (রা.) বলেন, একবার আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মসজিদে খেজুরের পাতা অথবা চাটাই দিয়ে একটি ছোট হুজরা তৈরি করলেন। রাতে তিনি ওই হুজরায় নামাজ পড়তেন। কিছুদিনের মধ্যে একদল সাহাবি তার সাথে জমা হওয়া শুরু করলেন। তারা প্রতি রাতেই আসতেন।

এক রাতে তারা এসে নবিজিকে (সা.) পেলেন না। তিনি বের হতে দেরি করছিলেন। তারা ভাবলেন নবিজি (সা.) ঘুমিয়ে পড়েছেন। তারা তখন উচ্চৈস্বরে কথা বার্তা বলতে লাগলেন, আওয়াজ করতে লাগলেন যেন নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তাদের উপস্থিতি বুঝতে পেরে বের হয়ে আসেন।

এক পর্যায়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) রাগাম্বিত হয়ে বেরিয়ে এসে বললেন, আপনারা যা করছেন তাতে আমি আশংকা করছি যে সম্ভবত এ নামাজটি না আপনাদের ওপর ফরজ করে দেওয়া হয়! ফরজ করে দেওয়া হলে আপনারা এ নামাজ নিয়মিত আদায় করতে পারবেন না। তাই আপনারা ঘরেই নামাজ আদায় করুন। ফরজ নামাজ ছাড়া অন্যান্য নামাজ ঘরে পড়াই উত্তম।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]