বড়দিন ২০২৩ উপলক্ষে রাসিক মেয়রের বাণী


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 24-12-2023

বড়দিন ২০২৩ উপলক্ষে রাসিক মেয়রের বাণী

২৫ ডিসেম্বর যীশুখ্রিস্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে বাণী দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বাণীতে মেয়র বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

বাণীতে মেয়র বলেন, খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট আজকের দিনে বেথলহেম শহরে জন্মগ্রহণ করেন। যীশুখ্রিস্টের জন্মদিন বাংলাদেশে এই উৎসব বড়দিন (ক্রিসমাস ডে) নামে পরিচিত। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। খ্রিষ্টধর্মাবলম্বীদের বিশ্বাস, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালনা করার জন্য যিশুখ্রিষ্ট জন্ম নিয়েছিলেন। মানবজাতির মুক্তির লক্ষ্যে এ পৃথিবীতে মহামতি যীশুখ্রিস্টের আবির্ভাব ছিল এক অবিস্মরণীয় ঘটনা। পৃথিবীকে শান্তির আবাসভূমিতে পরিণত করতে বহু ত্যাগ-তিতীক্ষা সহ্য করে যীশুখ্রিস্ট সৃষ্টিকর্তার মহিমা প্রচারসহ খ্রিস্টধর্মের সুমহান বাণী প্রচার করেন। যীশুখ্রিস্ট পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে আহ্বান জানান। তাঁর মতে মানুষের পরিত্রাণের উপায় হলো জগতের মাঝে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থান। পূর্ণ অন্তর, মন ও শক্তি দিয়ে তিনি ঈশ্বর ও সকল মানুষকে ভালোবাসতে বলেছেন। আদর্শ মানব সভ্যতার ক্রম বিকাশে তাঁর প্রচারিত বাণী যেমন গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, তেমনি আজও বিশ্ববাসীকে ভ্রাতৃত্ব বন্ধনের জন্য সরল পথে উৎসাহিত করছে।’


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]