রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের


রিয়াজ উদ্দিন: , আপডেট করা হয়েছে : 23-12-2023

রাশিয়ার তিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন,পরিকল্পিত হামলা চালিয়ে একসঙ্গে রাশিয়ার তিনটি এসইউ-৩৪ বোমারু যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। একদিনে তিন যুদ্ধবিমান ভূপাতিতের বিষয়টিকে বড় সাফল্য হিসেবে অভিহিত করেছেন তারা। গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলে বিমান ধ্বংস করার ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, বিমান ভূপাতিত হওয়ার বিষয়ে কোনো কিছু জানায়নি রাশিয়ার সেনাবাহিনী। তবে দেশটির যুদ্ধ ব্লগাররা এটি স্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, বিমান ভূপাতিত করতে সম্ভবত যুক্তরাষ্ট্রের পাঠানো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইনহাট রাষ্ট্রায়ত্ত টেলিভিশনক জানিয়েছেন, এটি তাদের ‘একটি অসাধারণ পরিকল্পিত অপারেশন’ ছিল।

বিমানবাহিনীর কমান্ডার জেনারেল মায়কোলা ওলেসশ্চুক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে লিখেছেন, ‘আজ (শুক্রবার) দক্ষিণাঞ্চলে— রাশিয়ার তিনটি এসইউ-৩৪ ফাইটার বোম্বার মাইনাস হয়েছে।’

তবে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের এ দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার রাতের ভিডিও ব্রিফিংয়ে বিমান ভূপাতিতের বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি খেরসন প্রদেশের ওডেশা অঞ্চলের বিমান বিধ্বংসী ইউনিটের প্রশংসা করেন।

যুদ্ধের শুরতে খেরসনের বিস্তৃত অঞ্চল দখল করে নেয় রুশ বাহিনী। গত নভেম্বরে সেসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনারা। পাল্টা আক্রমণের অংশ হিসেবে খেরসনের দানিপ্রো নদীর পূর্ব তীরে অবস্থান নিয়েছে তারা।

রাশিয়াভিত্তিক সংবাদমাধ্যম ইউরেশিয়া ডেইলি জানিয়েছে, বিমান বিধ্বস্তের যে দাবি ইউক্রেন করছে; সেটি বিশ্বাসযোগ্য। কারণ তাদের কাছে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র রয়েছে সেটি ১৬০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সূত্র: দ্য গার্ডিয়ান


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]