মার্কিন সেনাবাহিনী সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে চুরি করা তেল ইরাকে পাচার করছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর এসেছে।
রিয়ান আরব নিউজ এজেন্সি বৃহস্পতিবার এক খবরে জানায়, সিরিয়ার তেলক্ষেত্রে থেকে অবৈধভাবে উত্তোলিত ৪৪ লরি তেল ওই দিন মার্কিন সামরিক বাহিনী ইরাকে তাদের সামরিক ঘঁটিতে পাচার করে।
বর্তমানে উত্তর-পূর্ব সিরিয়ার অনেক এলাকা নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র-সমর্থিত এবং সিরিয়ার কুর্দি ‘পিপলস প্রোটেকশন ইউনিট’ পরিচালিত ‘সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস’।
সিরিয়ান তেল ও খনিজ সম্পদ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত সিরিয়ায় অবৈধভাবে মোতায়েন মার্কিন বাহিনী এবং তাদের সমর্থিত সশস্ত্র বাহিনী সম্পদ চুরি ও অবৈধ বাণিজ্য করছে, যার ফলে সিরিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস শিল্পসহ বিভিন্ন খাতে ১ হাজার ৭১ কোটি ডলারের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হয়েছে। সূত্র: সিআরআই।