কিশোরগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনাস্থলে একজন এবং হসপিটালে নেওয়ার পথে একজনসহ মোট দুই জন নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা অপর একজন গুরুতর আহত হয়।
শুক্রবার সকাল আনুমানিক সাড়ে সাতটার দিকে কুলিয়ারচরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে মনোহরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাড়ি কুমিল্লা জেলা বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তারা কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম সারোয়ার মিয়ার বাড়ীতে ভাড়া থেকে পাইপ ফিটিংস এর কাজ করতো। তাৎক্ষিকভাবে তাদের নাম ঠিকানা বিস্তারিত পাওয়া যায়নি। তবে একজনের নাম ইমান বলে জানায় ভাড়া বাড়ির কেয়ারটেকার।
কি কারণে এবং কিভাবে বাসের সাথে দুর্ঘটনা ঘটেছে এর সঠিক তথ্যও পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে কিশোরগঞ্জ থেকে আসা একটি বাস ও ট্রাকের মধ্যে পড়ে যায় তারা।
ভৈরব হাইওয়ে পুলিশ সাংবাদিকদের জানান, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে আমরা কোনো লাশ পাইনি এবং ঘটনায় আহত নিহতের কারও নাম ঠিকানা পাইনি। তবে ঘটনা স্থলে একটি মোটরসাইকেল পেয়েছি। যা বর্তমানে আমাদের হেফাজতে রয়েছে।
রাজশাহীর সময় / জি আর