স্বামীর সঙ্গে সাংসারিক অশান্তির জেরে দুই সন্তানকে নিয়ে সেচের কুয়োয় ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। কিন্তু মা বেঁচে গেলেও দুই সন্তানের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগ রাত ১টার দিকে ঝাড়খণ্ডের গিরিডি জেলার দেওরি গ্রামেএ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন গৃহবধূ মমতা দেবী (২৫)। সঙ্গে ছিল দুই খুদে সন্তান। সেচের কুয়োয় মমতা দেবী সন্তানদের নিয়ে ঝাঁপ দেন। স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করলেও দুই সন্তানকে বাঁচানো যায়নি। তবে গৃহবধূর আঘাত পেয়েছেন। পুলিশ অভিযোগ দায়ের করেছে। লাশ দুটি ময়নাতদন্তে জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১টা দিকে বাড়ি থেকে বেরিয়ে আসেন গৃহবধূ মমতা। তাঁর সঙ্গে ছিল দু’বছরের ছেলে চিকু আর পাঁচ বছরের মেয়ে সুহানি। তাদেরকে সঙ্গে নিয়েই সেচের কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর চিৎকার শুনে লোকজন ছুটে আসেন। সঙ্গে সঙ্গে সবাইকে উদ্ধার করে নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।
সেখানে চিকিৎসকরা পরীক্ষা করে দুই শিশু সন্তানকে মৃত ঘোাষনা করেন। তবে আঘাত লাগলেও বেঁচে যান গৃহবধূ মমতা দেবী।
রাজশাহীর সময় / জি আর