ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১৩১ কোটি ডলার


অনলাইন ডেস্ক , আপডেট করা হয়েছে : 15-12-2023

ডিসেম্বরে রিজার্ভে যোগ হবে ১৩১ কোটি ডলার

চলতি ডিসেম্বরের মধ্যে ১৩১ কোটি ডলার যোগ হবে দেশের রিজার্ভে। এর মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আসবে ৬৮ কোটি ৯৮ লাখ ডলার, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০ কোটি ডলার ও দক্ষিণ কোরিয়া থেকে ৯ কোটি ডলারসহ অন্যান্য উৎস থেকে এ অর্থ আসবে। গতকাল বাংলাদেশ ব্যাংকের কাজেমী সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক। তিনি বলেন, বর্তমান রিজার্ভ ১ হাজার ৯১৬ কোটি ডলার। আইএমএফ, এডিবি, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন উৎস থেকে আসা ১৩১ কোটি ডলার যুক্ত হলে ডিসেম্বর শেষে রিজার্ভ ২ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাবে। তবে জানুয়ারি মাসে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দায় ১০০ কোটি ডলার পরিশোধ করতে হবে। তখন আবারও কিছুটা কমবে রিজার্ভ। মেজবাউল হক বলেন, আইএমএফের বোর্ড সভায় ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হলেও তা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করে আগামী শুক্রবারের মধ্যে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হবে।  মুখপাত্র বলেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যে আইএমএফের বোর্ড সভায় এ ঋণ ছাড়ের অনুমোদন প্রমাণ করে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে আইএমএফ। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় আগামীতেও প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। আইএমএফের কর্মসূচি অনুযায়ী, এরপরে তৃতীয় কিস্তির অর্থ ছাড় হবে ২০২৪ সালের মে মাসে। সে জন্য আগামী মার্চে, শর্ত বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতি আরও এক দফা পর্যালোচনা করবে আইএমএফ। 

চলতি বছরের শুরুতে ৪৭০ কোটি ডলারের এই কর্মসূচি অনুমোদন করে দাতা সংস্থা আইএমএফ। তিনটি আলাদা তহবিল থেকে এই ঋণ দেওয়া হচ্ছে। যার আওতায় দেশের অর্থনৈতিক নীতি সংস্কারে ধাপে ধাপে মোট ৩৮ শর্ত পূরণের অঙ্গীকার করেছে সরকার। আইএমএফ অর্থনীতির সংকট মোকাবিলায় চলতি বছরের জানুয়ারিতে ৪৭০ কোটি ডলার ঋণ অনুমোদন করে। অনুমোদনের পরপরই প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার ছাড় করে। ২০২৬ সাল পর্যন্ত সাড়ে তিন বছরে মোট সাত কিস্তিতে পুরো অর্থ দেওয়ার কথা রয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]